ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টারে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টারে ফেদেরার ছবি: সংগৃহীত

রজার ফেদেরারের টানা ৩২ সেটের জয়রথ থামালেন ডেভিড ফেরার। সমর্থকদের হতাশ করেননি গত ৮ আগস্ট ৩৬-এ পা রাখা সুইস টেনিস আইকন। প্রথমে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে রজার্স কাপের (কানাডিয়ান ওপেন) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ফেদেরারের শিরোপা জেতার সম্ভাবনাটাও বেড়ে গেছে। শেষ ষোলোতে (তৃতীয় রাউন্ড) কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোভের কাছে অঘটের শিকার হয়েছেন রাফায়েল নাদাল।

সমর্থকদের নাদাল-ফেদেরার ফাইনাল দেখার সুযোগটা আর থাকলো না।  ১৮ বছরের তরুণের কাছে নাদালের স্বপ্নভঙ্গ

মন্ট্রিলে ফেরারের কাছে প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান ফেদেরার। দ্বিতীয় সেটে সমান ব্যবধানের জয়ে ম্যাচে ফেরেন। তৃতীয় সেটে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি গত মাসের উইম্বলডন জয়ী। ৬-২ গেমের পারফরম্যান্সে কোর্ট ছাড়েন।

সেমি নিশ্চিতের ম্যাচে ফেদেরারের সামনে ফেরারের স্বদেশী রবার্তো বাতিস্তা অগাট। যিনি ফ্রান্সের গায়েল মনফিলসের বিপক্ষে ৪-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-২) গেমের কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ