ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

দ্বিতীয় রাউন্ডে নাদাল, কষ্টার্জিত জয়ে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
দ্বিতীয় রাউন্ডে নাদাল, কষ্টার্জিত জয়ে ফেদেরার দ্বিতীয় রাউন্ডে নাদাল, কষ্টার্জিত জয়ে ফেদেরার-ছবি:সংগৃহীত

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দারুণ জয় পেয়েছেন রাফায়েল নাদাল। তবে কষ্টার্জিত জয়ে আসরটির দ্বিতীয় রাউন্ডে উঠেছেন প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম রাউন্ডে দীর্ঘ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী খেলোয়াড় ফ্রান্সেস টিয়াফোকে ৪-৬, ৬-২, ৬-১, ১-৬, ৬-৪ গেমে হারান ৩৬ বছর বয়সী সুইজারল্যান্ডের ফেদেরার।

ফেদেরার যুদ্ধ করলেও প্রত্যাশিত জয় পেয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নাদাল।

১৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের এই তারকা ৭-৬, ৬-২, ৬-২ গেমে হারান সার্বিয়ার দুসান লায়োভিচকে।

এদিকে নারী এককে বড় অঘটনের শিকার হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন আঞ্জেলিক কেরবার। জাপানের নাওমি ওসাকার কাছে ৬-৩, ৬-১ গেমে হেরে গেছেন ষষ্ঠ বাছাই জার্মানির এই খেলোয়াড়কে।  ১২ মাস আগে নিউইয়র্কে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো শিরোপা জিততে পারেননি দুটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ২৯ বছর বয়সী কেরবার।

দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন নবম বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ও স্পেনের গার্বিনে মুগুরুজা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ