ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

চতুর্থ রাউন্ডে ভেনাস-শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
চতুর্থ রাউন্ডে ভেনাস-শারাপোভা ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। দু’জনই সরাসরি সেটের জয় নিয়ে কোর্ট ছাড়েন। কোনো অঘটন না ঘটলে সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফেরার পর এটাই শারাপোভার প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার অন্যতম দাবিদার ২০০৬ আসরের চ্যাম্পিয়ন।

তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিক তরুণী সোফিয়া কেনিনকে ৭-৫, ৬-২ গেমে পরাজিত করেন রাশিয়ান গ্ল্যামার গার্ল।

ভেনাসের কাছে বয়স হয়তো কেবলই একটা সংখ্যা। ৩৭ বছরেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মার্কিন আইকন। গ্রিসের মারিয়া সাকারিকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। ঘরের মাটিতে ভেনাসের সামনে দীর্ঘ শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ। সবশেষ ২০০১ সালে ইউএস ওপেন জিতেছিলেন।

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে স্প্যানিশ কার্লা সুয়ারেজ নাভারোর মুখোমুখি হবেন ভেনাস। শারাপোভার সামনে লাৎভিয়ার আনাস্তাসিজা সেভাস্তোভা।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ