নাদালের স্বদেশী স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজকে ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ফেদেরার। আর্জেন্টাইন লিওনার্দো মায়ারের কাছে প্রথম সেটটি টাইব্রেকারে ৬-৭ (৩-৭) গেমে হার মানেন নাদাল।
স্বরূপে ফিরে টানা তিন সেট (৬-৩, ৬-১, ৬-৪) জিতে নেন। এর আগে দ্বিতীয় রাউন্ডের খেলাতেও পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রতিপক্ষ ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভ। ফেদেরারের সামনে জার্মানির ফিলিপ কোলসক্রেইবার।
কোনো অঘটন না ঘটলে ফাইনালের আগেই মুখোমুখি হয়ে যাবেন নাদাল-ফেদেরার। সেমিতে দুই টেনিস সুপারস্টারের দ্বৈরথ উপভোগ করবেন দর্শকরা। যেটি দেখার অপেক্ষায় পুরো টেনিস বিশ্ব। নিজ নিজ পরবর্তী ম্যাচ জিতলেই সেই অপেক্ষার অবসান হবে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম