ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

টেনিস

ছন্দে ফিরলেন ফেদেরার, পিছিয়ে থেকে স্বরুপে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
ছন্দে ফিরলেন ফেদেরার, পিছিয়ে থেকে স্বরুপে নাদাল রজার ফেদেরার ও রাফায়েল নাদাল / ছবি:সংগৃহীত

ইউএস ওপেনে প্রথম দুই ম্যাচেই পাঁচ সেটের কষ্টার্জিত জয়ের পর আপন ছন্দে ফিরলেন রজার ফেদেরার। তৃতীয় রাউন্ডে সরাসরি সেটের পারফরম্যান্স প্রদর্শন করেন সুইস টেনিস আইকন। অন্যদিকে, পিছিয়ে থেকে আবারো ঘুরে দাঁড়ানো জয় নিয়ে কোর্ট ছেড়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল।

নাদালের স্বদেশী স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজকে ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ফেদেরার। আর্জেন্টাইন লিওনার্দো মায়ারের কাছে প্রথম সেটটি টাইব্রেকারে ৬-৭ (৩-৭) গেমে হার মানেন নাদাল।

এরপরই যেন টনক নড়ে। আর কোনো সুযোগ দেননি।

স্বরূপে ফিরে টানা তিন সেট (৬-৩, ৬-১, ৬-৪) জিতে নেন। এর আগে দ্বিতীয় রাউন্ডের খেলাতেও পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রতিপক্ষ ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভ। ফেদেরারের সামনে জার্মানির ফিলিপ কোলসক্রেইবার।

কোনো অঘটন না ঘটলে ফাইনালের আগেই মুখোমুখি হয়ে যাবেন নাদাল-ফেদেরার। সেমিতে দুই টেনিস সুপারস্টারের দ্বৈরথ উপভোগ করবেন দর্শকরা। যেটি দেখার অপেক্ষায় পুরো টেনিস বিশ্ব। নিজ নিজ পরবর্তী ম্যাচ জিতলেই সেই অপেক্ষার অবসান হবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ