২৩তম গ্র্যান্ড স্লাম ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই এ স্প্যানিয়ার্ড। চলতি বছর এটা নাদালের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ বাছাই নাদালের প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টিনার ২৪তম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রো। ২০০৯ আসরের সেমিতে নাদাল হেরেছিলেন এই দেল পোত্রোর কাছে। আট বছর পার করে সেই হারের প্রতিশোধ নিলেন নাদাল। নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোয় দ্বিতীয় সেমি-ফাইনালে পোত্রোকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে হারান নাদাল। এবার নাদালের সামনে ক্যারিয়ারের ১৬তম ও ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয়ের হাতছানি।
চার বছর পর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদাল। এর আগে ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভকে হারাতে ১ ঘণ্টা ৪১ মিনিট সময় নেন স্প্যানিশ সুপারস্টার নাদাল। ৬-২, ৬-৪, ৬-১ গেমের পারফরম্যান্সে কোর্ট ছাড়েন ২০১৩ আসরের চ্যাম্পিয়ন। কোয়ার্টারে নাদালের সামনে ছিলেন রাশিয়ান তরুণ আন্দ্রে রুবলেভ। তবে, ১৯ বছর বয়সী আন্দ্রে রুবলেভকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে সেমিতে উঠেন ৩১ বছর বয়সী নাদাল।
শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা কেভিন অ্যান্ডারসন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার ৩১ বছর বয়সী অ্যান্ডারসন দ্বাদশ বাছাই স্পেনের পাবলো কারেনিয়ো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ৫২ বছরের মধ্যে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন অ্যান্ডারসন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর, ২০১৭
এমআরপি