ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোর্টে ফেরা সহজ হবে না সেরেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
কোর্টে ফেরা সহজ হবে না সেরেনার কোর্টে ফেরা সহজ হবে না সেরেনার-ছবি:সংগৃহীত

মাস খানেক হতে চললো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। প্রায় সাড়ে চার মাস পর তিনি কোর্টে ফিরতে চলেছেন ২৩বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। অস্ট্রেলিয়ান ওপেনকেই ফেরার মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন সেরেনা।

তবে আমেরিকার টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট বলছেন ফেরাটা কঠিন হবে সেরেনার, ‘সেরেনার কামব্যাকের পথ মোটেই সহজ হবে না। দীর্ঘ দিন কোর্টের বাইরে থাকার ফলে বাকিরা বাড়তি সুবিধা পেয়েছে।

সেরেনার অভাবে অনেকেই নিজেদের সেরাটা মেলে ধরার সুযোগ পেয়েছে। খেলার মান অনেক উন্নত হয়েছে। তাই সেরেনাকে বাকিরা কোনও মতেই সহজে জায়গা ছেড়ে দেবে না। ’

গত কয়েক মাসে নতুন নতুন তারকা খুঁজে পেয়েছে টেনিস দুনিয়া। ফ্রেঞ্চ ওপেন জিতে চমক দিয়েছিলেন জেলিনা ওস্টাপেঙ্কো, গার্বাইন মুগুরুজা জিতেছিলেন উইম্বলডন শিরোপা। চোট সারিয়ে ফিরে ইউ এস ওপেন ছিনিয়ে নিয়েছিলেন স্লোনে স্টিফেনস।

এভার্ট আরও বলেন, ‘মা হওয়ার পর সেরেনা কেমন পারফর্ম করবে সেটা আমরা কেউ জানি না। তবে মানসিক ও শারীরিকভাবে যে সব প্রতিবন্ধকতা তার সামনে রয়েছে, সেগুলি সেরেনা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে সাফল্য না পাওয়ার কোন কারণও নেই। ’

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ