ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

এটিপি ফাইনালসে অপ্রতিরোধ্য ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এটিপি ফাইনালসে অপ্রতিরোধ্য ফেদেরার ছবি:সংগৃহীত

বয়সকে হার মানিয়ে একের পর এক উচ্চতায় চলে যাচ্ছেন রজার ফেদেরার। এবার তার অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখা গেল মৌসুমের শেষে টুর্নামেন্ট এটিপি ফাইনালসে। কিংবদন্তি এ টেনিস তারকা চলমান আসরে গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে অপরাজিত রইলেন। 

বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে মারিন চিলিচকে ৬-৭, ৬-৪, ৬-১ হারান সুইস তারকা ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েম বা ডেভিড গফিনের মধ্যে কেউ একজন।

এদিকে টুর্নামেন্টে যদি আর দু’টো ম্যাচ জিতে যান ফেদেরার, তবে তিনি ১৫০০ পয়েন্ট পাবেন। যার অর্থ হবে ৩৬ বছর বয়সী ফেদেরার ২০১৮ সাল শুরু করবেন রাফায়েল নাদালের চেয়ে মাত্র ১৪০ পয়েন্ট পিছিয়ে থেকে।  

এদিন অবশ্য আরও একটা পালক যোগ হল ফেদেরারের মুকুটে। সবচেয়ে বেশি পুরস্কার মূল্য জেতার ব্যাপারে টাইগার উডসকে টপকে গেলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ