ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

এশিয়ান টেনিস টুর্নামেন্টে রাজশাহীর ইমন চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
এশিয়ান টেনিস টুর্নামেন্টে রাজশাহীর ইমন চ্যাম্পিয়ন এশিয়ান টেনিস টুর্নামেন্টে রাজশাহীর ইমন চ্যাম্পিয়ন

রাজশাহী: বিকেএসপিতে অনুষ্ঠিত ৮ দেশীয় এশিয়ান টেনিস টুর্নামেন্টের (অনুর্ধ-১৪) এর ফাইনালে রাজশাহীর ইমন ইসলাম চ্যাম্পিয়ন হয়েছে। 

বিকেএসপির মেহেদী হাসান আলভিকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে ইমন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সে রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের জুনিয়র খেলোয়াড়।

 

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  

বিবৃতিতে তিনি বলেন, ইমনের এই সাফল্যে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য কোচ, আনন্দিত ও গর্বিত। সবার পক্ষ থেকে এই সাফল্যের জন্য ইমনের উত্তোরত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

গত ২৫ নভেম্বর থেকে শুক্রবার ১ ডিসেম্বর পর্যন্ত বিকেএসপিতে ৮ দেশীয় এশিয়ান টেনিস টুর্নামেন্ট (অনুর্ধ-১৪) অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ