ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদাল-মুগুরুজার অন্যরকম নজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
নাদাল-মুগুরুজার অন্যরকম নজির নাদাল-মুগুরুজার অন্যরকম নজির-ছবি:সংগৃহীত

প্রতিবারের মতো বছরের শেষে টেনিসের প্রতিটি ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যেখানে পুরুষ এককে রাফায়েল নাদালই এ বছরের বিশ্বসেরা। এমনটি জানিয়েছে আন্তর্জাতিক টেনিস সংস্থা। পাশাপাশি মেয়েদের বিশ্ব চ্যাম্পিয়ন নাদালের স্বদেশি গারবিনে মুগুরুজা।

দীর্ঘ ১৯ বছর পর প্রথমবার একই দেশের পুরুষ ও নারী একক বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন নাদাল ও মুগুরুজা।

শীর্ষে থাকা নাদাল অবশ্য বছর শেষে এ নিয়ে তৃতীয়বার বিশ্ব সেরার মুকুট পড়লেন।

গত বছর চোট-আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ার এ বছর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। জেতেন দুটি গ্র্যান্ড স্ল্যাম। রেকর্ড ১০ নম্বর ফ্রেঞ্চ ওপেন জেতার পাশাপাশি ইউএস ওপেনও ঘরে তোলেন। ক্যারিয়ারে যোগ করেন ১৬টি গ্র্যান্ড স্ল্যাম।

মুগুরুজা আবার প্রথমবার এই ট্রফি জিতলেন। চলতি মৌসুমে উইম্বলডন জেতার পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবার এক নম্বরের সিংহাসনে বসার কৃতিত্ব অর্জন করেন তিনি। যদিও চলতি মৌসুম শেষে তিনি রয়েছেন দু’নম্বরে। শীর্ষে রোমানিয়ার সিমোনা হালেপ।

এর আগে শেষ বার একই দেশের দুই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৯৮ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পিট সাম্প্রাস এবং মেয়েদের চ্যাম্পিয়ন হয়েছিলেন লিন্ডসে ডাভেনপোর্ট। এছাড়া এবার ডাবলসে পোল্যান্ডের লুকাস কুবো ও ব্রাজিলের মার্সেলো মেলো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।  

মেয়েদের ডাবলসে বিশ্বসেরা সদ্য অবসর নেওয়া সুইস তারকা মার্টিনা হিঙ্গিস এবং চিনা তাইপের চ্যান ইয়ুন জ্যান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ