ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

টেনিস

দুই বোনের লড়াইয়ে জয়ী ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
দুই বোনের লড়াইয়ে জয়ী ভেনাস ছবি: সংগৃহীত

প্রায় চার বছর পর ছোট বোন সেরেনা উইলিয়ামসের বিপক্ষে জয়ের দেখা পেলেন ভেনাস উইলিয়ামস। মা হওয়ার ৬ মাস পর কোর্টে ফেরা সেরেনা থামলেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) তৃতীয় রাউন্ডে।

সরাসরি সেট ৬-৩, ৬-৪ গেমে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ১৯৯৮ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ১৬ বছরের সেরেনাকে ১৭ বছরের ভেনাস হারানোর পর কোনো টুর্নামেন্টে এতো আগের রাউন্ডে মুখোমুখি হন দু’জন।

২০১৪ রজার্স কাপের পর প্রথমবারের মতো সেরেনাকে হারিয়েছেন ভেনাস। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের পর এই প্রথম দুই বোন কোর্টে একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সেবার ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা উঁচিয়ে ধরেন সেরেনা।

চতুর্থ রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ লাতভিয়ার আনাস্তাসিজা সেভাস্তোভা। যিনি জার্মান জুলিয়া জর্জেসকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

প্রায় ১৪ মাস পর প্রতিযোগিতামূলক টেনিসে প্রত্যাবর্তনটা সুখকর হলো না ৩৬ বছর বয়সী সেরেনার। সেরা ফিটনেস ফিরে পাওয়ার কাজটাই করতে হবে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানকে।

লম্বা বিরতির পর গত মাসে কোর্টে ফেরেন সেরেনা। ভেনাসের সঙ্গে ফেড কাপে একটি ডাবল ম্যাচে অংশ নেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর সেরেনা-ওহানিয়ান দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান। নাম তার অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ