ছবি: সংগৃহীত
বাজে সময় যেন পিছু ছাড়ছেই না নোভাক জোকোভিচের। গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের আগে প্রস্তুতিতে বড় ধাক্কাই খেলেন তিনি। বার্সেলোনা ওপেনে প্রথম রাউন্ডেই বিশ্ব র্যাঙ্কিং ১৪০ নম্বর মার্টিন ক্লিজানের বিপক্ষে হেরে বিদায় নিলেন সাবেক বিশ্ব সেরা জোকোভিচ।
তিন সেটের লড়াইয়ে ২-৬, ৬-১, ৩-৬ গেমে হারে সার্বিয়ান তারকা।
অথচ এর আগে চারবার এই জোকোভিচের বিপক্ষে খেলে একবারও জিততে পারেননি স্লোভাকিয়ার টেনিস খেলোয়াড় ক্লিজান।
গত বছর উইম্বলডন থেকে জোকোভিচ কোনো টুর্নামেন্টের শেষ আটে পৌঁছতে পারেননি।
৩০ বছর বয়সী জোকোভিচ গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সে উঠতি অস্ট্রিয়ার তরুণ ডমিনিক থিয়েমের বিপক্ষে হেরে ছিটকে গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।