বার্সেলোনায় ফাইনালের মঞ্চে নাদাল প্রতিপক্ষ হিসেবে পান স্টেফানোস তিতিপাসকে। যেখানে প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে ৩৫ বছর পর কোনো ট্যুরের ফাইনালে উঠলেন ১৯ বছরের এ তরুণ।
কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে ১৬বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের সামনে দাঁড়াতে পারেননি তিতিপাস। ৭৭ মিনিট সময় নিয়ে ৬-২ ও ৬-১ সেটে জিতে নেন রাফা।
আগামী মাসে অনুষ্ঠেয় ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে বার্সেলোনা ওপেন খেলা হয়েছে। যেখানে নাদালের বর্তমানে টার্গেট রোঁলা গ্যারোতে ১১তম ফ্রেঞ্চ ওপেন জেতা।
এর আগে সেমিফাইনালে ডেভিড গফিনকে হারিয়ে ক্লে কোর্টে রেকর্ড ৪০০তম ম্যাচ জিতেছিলেন নাদাল।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৮
এমএমএস