মঙ্গলবার (০৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফিটনেস সেন্টারে টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসরড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি বলেন, এই ফিটনেস সেন্টারে খেলাধুলা কার্যক্রম শুরু হওয়ায় এটির ব্যবহার শুরু হলো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. শরীফ হাসান লিমন।
শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় ডিসিপ্লিন প্রধান, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এসএম জাকির হোসেন।
এ খেলায় ছাত্রদের ১৬টি ডিসিপ্লিন এবং ছাত্রীদের পাঁচটি ডিসিপ্লিন অংশ নিয়েছে। আগামী ১৩ আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমআরএম/ওএইচ/