যুক্তরাষ্ট্র ওপেনে দারুণ শুরু করা রাফায়েল নাদালের শেষটা হলো কষ্টের-ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ওপেনে দারুণ শুরু করা রাফায়েল নাদালের শেষটা হলো কষ্টের। সেমিফাইনালে পুরোনো হাঁটুর চোটের কারণে খেলার মাঝেই সরে দাঁড়ালেন পুরুষ টেনিসের শীর্ষ এই তারকা। শেষ চারে তার প্রতিপক্ষ হুয়ান মার্টিন দেল পোর্তো ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচের বিপক্ষে।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে আর্জেন্টাইন পোর্তোর বিপক্ষে প্রথম সেটেই একবার চিকিৎসা নেন নাদাল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৭ গেমে হেরে যান।
আর দ্বিতীয় সেটে ৬-২ গেমে পিছিয়ে থাকার সময় আবারও চোট পেলে আর খেলবেন না বলে জানিয়ে দেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
এদিকে সেমির অন্য ম্যাচে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ। পোর্তো দীর্ঘ ৯ বছর পর কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও, জোকোভিচ টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেলবেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।