নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত
এর আগে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন নোভাক জোকোভিচ। আর সে ছয়বারের একবারও খালি হাতে ফেরেননি এই টেনিস তারকা। সেই ধারাবাহিকতা বজায় রইলো এ বছরের আসরেও। রাফায়েল নাদালকে হারিয়ে এবারের শিরোপাও নিজের করে নিলেন সার্বিয়ান তারকা।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালকে সরাসরি সেটে এক প্রকার উড়িয়ে দেন জোকোভিচ।
তার আগে ছয়বার এই শিরোপা ঘরে তুলেছেন রয় এমারসন ও রজার ফেদেরার।
এবার তাদেরকে ছাড়িয়ে এই গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ সাত বার চ্যাম্পিয়ন হয়ে পুরুষ এককের শীর্ষে নিজের অবস্থান পাকা করলেন জোকোভিচ।
রোববার (২৭ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালকে ৬-৩, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দেন ৩১ বছর বয়সী জোকোভিচ।
সব মিলিয়ে বর্তমানে ১৫টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।