কিন্তু দ্বিতীয় সেটে তুমুল লড়াই হয় তাদের মাঝে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফেদেরারকে ৭-৬ গেমে হারিয়ে ম্যাচে ১-১ সেটে সমতায় ফেরেন থিয়েম।
আরেক কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে সেমিফানাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফয়েল নাদাল। ৬-১, ৬-২ গেমের সহজ জয় পান এই স্প্যানিয়ার্ড।
জার্মানির আলেক্সান্ডার জেভরেভকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন গ্রিসের স্টেফানোস সিতসিপাস। ৭-৫ গেমে প্রথম সেটে জয় পান সিতসিপাস। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে সমতায় ফেরেন জেভরেভ। তৃতীয় সেটে ৬-২ গেমে জেভরেভকে হারান সিতসিপাস।
অন্য কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন সিলিচের বিপক্ষে ওয়াক-ওভার পেয়ে সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘন্টা, মে ১১, ২০১৯
আরএআর/এমএমএস