ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শীর্ষস্থান-শিরোপা দু’টোই হারালেন হালেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১২, ২০১৯
শীর্ষস্থান-শিরোপা দু’টোই হারালেন হালেপ হালেপকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জয় করে ডাচ তারকা কিকি বার্টেন্স

এক ঢিলে দুই পাখি মেরে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছিলেন সিমোনা হালেপ। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে শীর্ষস্থান ও শিরোপা দু’টোই হারালেন রোমানিয়ান টেনিস সেনসেশন।

শনিবার (১১ মে) রাতে মাদ্রিদ ওপেনে হালেপকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জয় করে ডাচ তারকা কিকি বার্টেন্স। ফাইনালে ৬-৪ ও ৬-৪ গেমে হেরেছেন হালেপ।

শিরোপা খোয়ানোর পাশাপাশি মেয়েদের এককের শীর্ষস্থানটাও হাতছাড়া করেছেন তিনি।

সেমিফাইনালে জিতে জাপানি তারকা নাওমি ওসাকার কাছ থেকে সিংহাসন উদ্ধার করেছিলেন হালেপ। তবে ফাইনালে হারায় আবার দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছেন ২৭ বছর বয়সী তারকা। পুনরায় শীর্ষস্থানে উঠছেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকা।

মাদ্রিদের ক্লে-কোর্টে জিতে সবচেয়ে বড় লাফটা দিচ্ছেন বার্টেন্স। সোমবারের মধ্যে এক লাফে সাত থেকে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে বসছেন তিনি। ডাচ নারী টেনিস ইতিহাসে যা হতে যাচ্ছে সর্বোচ্চ এবং কোনো সেট না হেরেই নারী টেনিসে মাদ্রিদ ওপেন জিতে রেকর্ড গড়লেন বার্টেন্স।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘন্টা, মে ১২, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ