ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিসের পুরস্কার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিসের পুরস্কার বিতরণ শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিসের পুরস্কার বিতরণ

খুলনা: বাংলাদেশের ইতিহাসে টেনিস খেলার সর্ববৃহৎ আন্তর্জাতিক আয়োজন শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসর শেষ হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক এই তিন বিভাগে খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ এককে চ্যাম্পিয়ন ভারতের নিতিন কুমার সীনহা ও রানার্সআপ তিউনিশিয়ার এডাম নগৌদি। পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের চায়ানন কেউসুতো ও উনশায়াট্রং চারোয়েন চাইকুল এবং রানার্সআপ শ্রীলঙ্কার থাঙ্গারাজা দিনেশকানথান ও সারমাল দেশনায়েকে।

নারী এককে চ্যাম্পিয়ন মঙ্গোলিয়ার মারালোগো চগসোমজাত ও রানার্সআপ ভারতের যুবরানী ব্যানার্জী। ১৮টি দেশের ২০টি ক্লাবের মোট ৬৪ জন টেনিস খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশহগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ১৩ নভেম্বর (বুধবার) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আব্দুস সালাম মূর্শেদী ও মোঃ আক্তারুজ্জামান, উপমহাপুলিশ পরিদর্শক ড.খঃ মহিদ উদ্দিন, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খুলনা অফিসার্স ক্লাবের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা,  নভেম্বর ১৮ , ২০১৯
এমআরএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ