জাতীয় ক্রীড়া পরিষদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এসএ গেমস নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে পুরস্কারের ঘোষণা দেন।
এবারের আসরে প্রত্যেক পদক জয়ীর জন্য থাকছে আর্থিক পুরস্কার।
পুরস্কারের ঘোষণা দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে যারা ভালো করবে, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেড় কোটি টাকা তাদের জন্য রাখা হয়েছে। ব্যক্তিগত ইভেন্টে যারা স্বর্ণ জিতবেন তাদের ৬ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। রৌপ্য জিতলে পাবেন ৩ লাখ টাকা এবং ব্রোঞ্জ জিতলে ১ লাখ টাকা। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জিতলে প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে। রৌপ্য জয়ীরা পাবেন ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ জয়ীরা পাবেন ৩০ হাজার টাকা। ’
এবার আরও বেশি পদকের আশা করে তিনি যোগ করেন, ‘আমি আশা করি গতবারের চেয়ে এবার আমরা আরও বেশি পদক আনতে পারবো। গতবার ৪টি সোনা, ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ পেয়েছিলাম। সেবার সোনা জয়ীদের প্রত্যেককে ফ্ল্যাট দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আবারও খেলোয়াড়দের সংবর্ধনা দিতে প্রধানমন্ত্রী অপেক্ষায় আছেন। এসএ গেমসে পদক জয়ী অ্যাথলেটদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। ’
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআরপি