চতুর্থ রাউন্ড শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সাড়ে তিন পয়েন্ট নিয়ে জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন।
মহিলা বিভাগের চুতর্থ রাউন্ডের খেলা শেষে শ্রীলংকার দারামপ্রিয়া দেবনেথমি পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় স্থানে রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুরানা পল্টনস্থ (শহীদ নজরুল ইসলাম সরনী) ফারস হোটেল এন্ড রিসোর্ট এর নিউ সিন্দুরপুর হলে উভয় বিভাগের চুতর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
ওপেন বিভাগে চতুর্থ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া আন্তর্জাতিক মাস্টার ফাহাদকে, আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ নিজ দেশের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়কে, আন্তর্জাতিক মাস্টার লোদী অনত চৌধুরীকে, ফিদে মাস্টার আমিন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, সৌরথ ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে ও উতেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব আন্তর্জাতিক মাস্টার শাকিলের সাথে ও মোঃ সাগর ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ড্র করেন।
মহিলা বিভাগের চুতর্থ রাউন্ডের খেলায় দাহামপ্রিয়া আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মীকে পরাজিত করেন।
মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে, নুশরাত জাহান আলো কিশোয়ারা সাজরীন ইভানার সাথে ও আহমেদ ওয়ালিজা ভারতের শ্রেষ্ঠা সুরাইয়ের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা. নভেম্বর ২৮, ২০১৯
এমআরপি