ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

কলকাতায় রানার-আপ বাংলাদেশের নীড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
কলকাতায় রানার-আপ বাংলাদেশের নীড় ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় অনুষ্ঠিত ২৮তম দ্য টেলিগ্রাফ স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় রানার-আপ হবার গৌরব অর্জন করেছেন।

গত বছর উজবেকিস্তানের তাসখন্দে ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ অ্যান্ড জুনিয়র দাবায় ছেলেদের অনূর্ধ্ব-৮ গ্রুপের শিরোপা জিতেছিলেন ক্যান্ডিডেট মাস্টার নীড়।  

এবারের প্রতিযোগিতায় ক্যান্ডিডেট মাস্টার নীড় ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে রানার-আপ হন।

সাত পয়েন্ট নিয়ে কাজী জারিন তাসনিম ১৭তম এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ২১তম হন।

ক্যান্ডিডেট মাস্টার নীড়, জারিন ও মহিলা ফিদে মাস্টার নোশিন সকলেই এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ছাত্র-ছাত্রী।

বুধবার (১৮ ডিসেম্বর) শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার নীড় ভারতের প্রত্যয় চৌধুরীকে, জারিন ভারতের শ্রেষ্ঠা মহাপাত্রকে ও মহিলা ফিদে মাস্টার নোশিন ভারতের সাগনিক সাহাকে পরাজিত করেন।

১৩ হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত কোলকাতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ, ভারত ও নেপালের ৪৬৬ জন খেলোয়াড় এ স্কুল দাবায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ