বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
প্রথম দিন থেকে বুধবার (০১ জানুয়ারি) চার দিনের খেলা শেষে নির্ধারিত পারের চেয়ে ৯ শট কম খেলে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন সাভার গলফ ক্লাবের মো: ময়াজ মজনু।
এছাড়া টুর্নামেন্টে বিদেশি (কোরিয়ান) খেলোয়াড় চ মিং গু, কুর্মিটোলা গলফ ক্লাবের আকবর হোসেন ও রাজু যৌথভাবে নির্ধারিত পারের চেয়ে ৪ শট কম খেলে দ্বিতীয় হয়েছেন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের সজিব আলী ও সাভার গলফ ক্লাবের রবিন নির্ধারিত পারের চেয়ে ৩ শট কম খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন। এছাড়া বাকি ৪০ জন সাধারণ ভাবে অন্তর্ভুক্ত থাকবেন।
এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) থেকে সাভার গলফ ক্লাবে টুর্নামেন্ট শুরু হয়ে আজ ২০২০ সালের (১ জানুয়ারি) বুধবার দুপুর ২ টায় শেষ হয়েছে।
বুধবার বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সেরা গলফারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
এবারের আসরে প্রথম দিন থেকেই কুর্মিটোলা, সাভার গলফ ক্লাবের সদস্য ও সেনাবাহিনীর ৪ জন নারী গলফারসহ ১০৪ জন অংশ নিয়েছেন। তাদের মধ্যে গত সোমবার (৩০ ডিসেম্বর) দ্বিতীয় দিনের খেলায় ৪৬ জন খেলোয়াড়র কার্ড পেয়েছেন। তাদের মধ্যে থেকে ভালো খেলে মজনু চ্যাম্পিয়ন হয়েছেন।
এবারের টুর্নামেন্টের মোট বাজেট ১৪ লাখ টাকা, যার মধ্যে ১২ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুযারি ০১ , ২০২০
এমএমএস