ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোর্টে ফিরেই সেমিতে সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
কোর্টে ফিরেই সেমিতে সানিয়া মির্জা সানিয়া মির্জা

চোট ও মাতৃত্বকালীন ছুটির কারণে টানা দুই বছর কোর্টের বাইরে থাকতে হয়েছে সানিয়া মির্জাকে। বাইরে থাকলেও যে র‌্যাকেটে ধুলো জমেনি তা প্রমাণ করে দিলেন ভারতীয় টেনিস সেনসেশন। 

হোবার্ট ইন্টারন্যাশনাল দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সানিয়ার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচেনককে নিয়ে মেয়েদের ডাবলের সেমিফাইনালে পা রেখেছেন ৩৩ বছর বয়সী টেনিস তারকা।

 

মেয়েদের দ্বৈতে সানিয়া-নাদিয়া জুটি ৬-২, ৪-৬ ও ১০-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের দুই যুগল ভানিয়া কিং ও ক্রিস্টিনা ম্যাকহালকে।  

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সানিয়া-নাদিয়া জুটি ২-৬, ৭-৬ (৩) ও ১০-৩ গেমে পরাজিত করেন জর্জিয়ার ওকসানা কালাশনিকোভা ও জাপানের মিউ কাতোকে।  

হোবার্টের কোর্টে নামার আগে সানিয়া শেষবার র‌্যাকেট হাতে নিয়েছিলেন ২০১৭ সালে, চায়না ওপেনে।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ