ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

টেনিস

করোনা রোধে ১ মিলিয়ন ইউরো দান জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মার্চ ২৭, ২০২০
করোনা রোধে ১ মিলিয়ন ইউরো দান জোকোভিচের নোভাক জোকোভিচ

নিজ দেশ সার্বিয়ার জনগণকে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামতে কৃত্রিম শ্বসন যন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ১ মিলিয়ন ইউরো (১.১ মিলিয়ন মার্কিন ডলার) দান দিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার টাকা। 

শুক্রবার (২৭ মার্চ) এই বিপুল অঙ্কের অর্থ দানের পর স্পেনের মারবেল্লার দক্ষিণ স্প্যানিশ সিটি থেকে এক ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। জোকোভিচ বলেন, ‘আমাদের এই দান জীবন বাঁচানোর জন্য কৃত্রিম শ্বসন যন্ত্র এবং অন্যান্য সেনিটারি উপকরণ কেনার জন্য।

করোনার কারণে ফুটবল-ক্রিকেটের মতো জনপ্রিয় ক্রীড়ার পাশাপাশি ০৭ জুন পযর্ন্ত স্থগিত হয়ে গেছে পুরুষদের টেনিসের এটিপি এবং নারীদের ডব্লিউটিএ ট্যুরস। স্থগিত হয়েছে ফ্রেঞ্চ ওপেনও। উইম্বলডনও স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে কোর্টের বাইরে থাকা ৩২ বছর বয়সী তারকা আপাতত পরিবার নিয়ে স্পেনে আছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ