ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবার বাতিল হলো উইম্বলডন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবার বাতিল হলো উইম্বলডন ছবি: সংগৃহীত

মহামারি করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবার বাতিল করা হয়েছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের ঐতিহ্যবাহী আসর উইম্বলডন।  এক বিবৃতির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

এর ফলে পুরো গ্রাস কোর্টের মৌসুমই শেষ হয়ে গেল। আর ১৩ জুলাইয়ের আগে কোনো পেশাদার টেনিস কোথাও হবে না বলেও জানানো হয়।

ইংল্যান্ডে অনুষ্ঠিত উইম্বলডন বর্তমান ক্রীড়া আসরগুলোর মধ্যে বাদ পড়া তালিকায় সর্বশেষ সংযোজন। এর আগে ইউরো ২০২০ ও টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়।

এর আগে মে’তে অনুষ্ঠেয় আরেক গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনও স্থগিত করা হয়। যেখানে আসরটির নতুন সূচি হিসেবে ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ