ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

করোনার জেরে নিউ ইয়র্ক সিটি ও বার্লিন ম্যারাথন বাতিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ২৫, ২০২০
করোনার জেরে নিউ ইয়র্ক সিটি ও বার্লিন ম্যারাথন বাতিল ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবার নিউ ইয়র্ক সিটি ও বার্লিন ম্যারাথন বাতিল করা হয়েছে।

এ বছর নিউ ইয়র্ক সিটি ম্যারাথন ১ নভেম্বর হওয়ার কথা ছিল। যেটি আসরটির ৫০তম ইভেন্ট হতো।

নিউ ইয়র্ক সিটি ম্যারাথন বিশ্বের সবচেয়ে বড় ম্যারাথনগুলোর মধ্যে একটি। ২০১৯ সালে এই আসরে ৫৩ হাজার ৬৪০ জন শেষ করেছিলেন।

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর বার্লিন ম্যারাথনের সূচি ছিল। তবে এটি বাতিল করা হলো কেননা এবার এখানে অংশগ্রহণকারীদের আনন্দ, উৎসব, সফলতার কোনো নিশ্চয়তা নেই।

এর আগে লন্ডন ম্যারাথনের আয়োজকরা অবশ্য বলেছিল, তারা এখনও আশা ছাড়ছেন না। যেখানে আসরটি সূচি রয়েছে আগামী ৪ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ