ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

রিয়াদে ফেসবুক বন্ধু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
রিয়াদে ফেসবুক বন্ধু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: রিয়াদের আল নাদিয়া কমিউনিটি সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুক ফ্যানপেজ ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী’ আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মাতিয়ে রাখে উপস্থিত ফেসবুক ফ্যানদের।



অনুষ্ঠানটি পরিচালনায় ছিল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইভেন্ট অর্গানাইজার স্যাডো।

সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক  মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্ধু সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আনোয়ার।

অনুষ্ঠানের বিভিন্ন অংশে ছিল হাড়ি ভাঙ্গা, রশি টান, চেয়ার খেলা, টার্গেট বল, বালিশ খেলা ও কুইজ প্রতিযযোগিতা এবং গান আর দর্শক পর্ব। এ সময় গান পরিবেশন করেন জামসেদ রানা, আপন, রাজন, আসিফ মাহমুদ আপেল, সম্পা দেওয়ান, তানহা বিনতে আলতাফ এবং ক্ষুদে শিল্পী নাছরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং পেজের অন্যতম অ্যাডমিন, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক মজুমদার, রিয়াদ কার্গো অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, শাহাদাত হোসেন, বকুল খান, বাবুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ আপেল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এইচ প্রিন্স আহমেদ, পেইজের অ্যাডমিন রুবিনা সুলতানা পপি এবং সাদ্দাম হোসেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ