ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে প‍ূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ঈদ পুনর্মিলনী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
সৌদিতে প‍ূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ঈদ পুনর্মিলনী

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে হারাস্থ কোকোপাম রেস্তোরাঁয় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।



ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন খান।

প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাকের এবং বিএনপি নেতা নেসার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব দাউদ সোবহানী বাপ্পী।

বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবদুল হাকিম, রফিকুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. জাকিউল হাসান মিরু, রিয়াদ মহানগর ও প্রবাসী বরিশাল জেলা বিএনপির সভাপতি গোলাম সারোয়ার, প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, প্রবাসী বগুড়া জেলা বিএনপির মিজানুর রহমান পলাশ, আমিনুল ইসলাম চপল, প্রবাসী সিলেট জেলা বিএনপির সভাপতি মাওলানা ফুজায়েল আহম্মেদ, সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিয়াদের সাধারণ সম্পাদক ডা. আলতাফ হোসেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের পরিচালনা পর্ষদের সদস্য ডা. পারভেজ আলম, ডা. সফিকুল ইসলাম, বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-আইটি বিশেষজ্ঞ দেওয়ান রুপু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সোলাইমান, লিপ্টন কবির, তানভিরুল ইসলাম, গোলাম মো. নূরু।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ