ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মার্স ভাইরাস

উট কোরবানিতে নিষেধাজ্ঞার চিন্তা করছে সৌদি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
উট কোরবানিতে নিষেধাজ্ঞার চিন্তা করছে সৌদি ছবি: সংগৃহীত

রিয়াদ: মার্স ভাইরাস প্রতিরোধে চলতি বছরের হজ মৌসুমে  উট কোরবানিতে নিষেধাজ্ঞা জারির চিন্তা করছে সৌদি সরকার।

উটে মরণব্যাধি মার্স ভাইরাসের প্রার্দুভাব থাকায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



অবশ্যপালনীয় হিসেবে হজব্রত পালনের সময় পশু কোরবানি দেন হাজিরা। এসময় ভেড়া, ছাগল, গরু, উট জবাই করার বিধান চালু রয়েছে।

পরে কোরবানির পশুর ওই মাংস দরিদ্র এবং মুসলিম দেশগুলোতে বিতরণ করে সৌদি সরকার।

তবে এবার উটে মরণব্যাধি ভাইরাস মার্সের প্রার্দুভাব থাকায় এ ধরনের নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল মারগালানি সাংবাদিকদের বলেন, এবার যেন অতীতের মতো উট জবাই করা না হয়-সে বিষয়ে মক্কার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। মার্স ভাইরাস রোধে মক্কার গভর্নর, সিটি করপোরেশন এবং ব্যাংক কর্তৃপক্ষ (ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও আল-রাজি ব্যাংক) সম্মত হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও আল-রাজি ব্যাংকের ওপর সরাসরি প্রভাব পড়বে না বলে জানান তিনি।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, গত ৪৮ ঘণ্টায় দেশটিতে মার্স ভাইরাসে তিনজনের প্রাণহানি ঘটেছে। নতুন করে আরও ১৫জন এ ভাইরাসে আক্রান্ত
হয়েছেন।

এদিকে সৌদি আরবের স্বাস্থ্য সচিব আব্দুল্লাহ আসিরি জানান, উপসাগরীয় দেশগুলোর প্রায় ৯০শতাংশ উটে মার্স করোনা ভাইরাস রয়েছে। এরমধ্যে প্রায় ৫০শতাংশ উটই দেশটির আল হাসা প্রদেশে পালিত হয়।

‘এসব উটের মাংস খাওয়ার পর মানুষের মধ্যেও এ ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই সরকারিভাবে উট জবাই নিষিদ্ধ করা হবে,’ যোগ করেন তিনি।  

তবে নিষিদ্ধের বিষয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত এর ঘোষণা দেয়নি সৌদি সরকার।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আমিন/এমএ 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ