ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মিনায় নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি, নিখোঁজ ৫২

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মিনায় নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি, নিখোঁজ ৫২ ছবি: সংগৃহীত

সৌদি আরব: মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেদ্দা কন্স্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম। এছাড়া ৫২ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি জানান, নিহত ২৬ বাংলাদেশি হাজির মরদেহ বর্তমানে মক্কার মাইশাম হাসপাতাল মর্গে রাখা আছে। ইতোমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে।

নিহত ২৬ হাজির মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কনসাল জেনারেল।

এখনও ‍কারো আত্মীয়-স্বজন নিখোঁজ থাকলে তাদের যথাযথ পরিচয়সহ মক্কায় বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত দশটায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিনার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ।

তিনি বলেন, ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া নিহতদের মধ্যে আরো ৫ জন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ