ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মিনায় নিহতদের ৭৯ জন বাংলাদেশি, নিখোঁজ ৯০

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
মিনায় নিহতদের ৭৯ জন বাংলাদেশি, নিখোঁজ ৯০

সৌদি আরব: হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে শেষ খবর পর্যন্ত ৭৯ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি আরব সরকার। এর মধ্যে ৬৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

নিখোঁজ রয়েছেন আরও ৯০ জন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম শুক্রবার (০৯ অক্টোবর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে ২ জনের পরিবার দেশে মরদেহ পাঠানোর জন্য আবেদন করেছে। বাকিদের সৌদিতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, যাদের শনাক্ত করা যাচ্ছে না, তাদের ডিএনএ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে অবস্থানরত আত্মীয়-স্বজনদের মক্কার আল নূর বিশেষায়িত হাসপাতালে ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে।  

এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও নমুনা দেওয়া যাবে।

গত ২৪ সেপ্টেম্বর মিনার বড় জামারাতে ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ