রিয়াদ: যান্ত্রিক ত্রুটি থাকায় রিয়াদ থেকে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরেও উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী বিজি-০৪০ ফ্লাইট।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল।
ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক মিনিট আগে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সাড়ে চার ঘণ্টা যাত্রীদেরকে বিমানের ভেতরে বসিয়ে রেখে যান্ত্রিক ত্রুটি সারাতে ব্যর্থ হয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বিমানের রিয়াদ ম্যানেজার (অপারেশন) হানিফ চৌধুরী স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে বাংলানিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছিলো। ইঞ্জিন ঠিক হয়েছে এখনই ছাড়বে।
বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত যাত্রীরা বিমান ছেড়ে লাউঞ্জে অপেক্ষা করছিলেন।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ২১,২০১৫
বিএস