ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

বাংলাদেশে আইডিবি’র স্থায়ী কার্যালয় স্থাপন চুক্তি সই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বাংলাদেশে আইডিবি’র স্থায়ী কার্যালয় স্থাপন চুক্তি সই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: রাজধানী ঢাকায় ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) স্থায়ী কার্যালয় স্থাপনের চুক্তি সই হয়েছে।

হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট নামে এ চুক্তির ফলে এখন থেকে বাংলাদেশে বসেই আইডিবি তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জেদ্দার হোটেল ক্রাউন প্লাজাতে বাংলাদেশের পক্ষে চুক্তি সই করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত ও আইডিবি’র পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলি আল মাদানি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আইডিবি’র কান্ট্রি গেটওয়ে ঢাকায় রয়েছে, এ চুক্তির ফলে সেটি স্থায়ী কার্যালয়ে রূপান্তরিত হচ্ছে।

চুক্তি সই অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম রেজা, উপ-সচিব হাসান খালেদ ফয়সল, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, জেদ্দার কাউন্সিল মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ