ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সাজেদা চৌধুরীর স্বামীর মৃত্যুতে জেদ্দায় শোক সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাজেদা চৌধুরীর স্বামীর মৃত্যুতে জেদ্দায় শোক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে জেদ্দায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করেন জেদ্দার ফরিদপুরের নগরকান্দা প্রবাসীরা।



শোক সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেদ্দার সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজি।   শেখ উজ্জলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আ. রশিদ, গিয়াস উদ্দিন, বোরহান উদ্দিন, মুসা খান, রফিকুল ইসলাম শাহিন, আ. মালেক, শাখাওয়াত হোসেনসহ অন্যরা।

সভা শেষে গোলাম আকবর চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ