ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে বাড়ছে জ্বালানি তেলের দাম

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সৌদি আরবে বাড়ছে জ্বালানি তেলের দাম

রিয়াদ: সৌদি আরবে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৮ ডিসেম্বর) দেশটির মন্ত্রীসভায় তেলের মূল্যবৃদ্ধির বিল অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত মূল্য রবিউস সানির মাসরে ১ তারিখ (১১ জানুয়ারি ২০১৬) থেকে কার্যকর হবে।

বর্ধিত মূল্যে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাবে ৭৫ পয়সায় যা আগে ছিল ৪৫ পয়সা। প্রতি লিটার অকটেন ৯০ পয়সা যা আগে ছিলো ৬০ পয়সা।

বিশ্বব্যাপী তেলের মূল্য হ্রাস পাওয়ায় গালফের অন্যান্য দেশের মধ্যে আভ্যন্তরীণভাবে আরব-আমিরাত, কুয়েত ইতোপুর্বে তেলের মূল্য বৃদ্ধি করেছে।

দেশের অভ্যন্তরে ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে এ পদক্ষেপ নেয় সৌদি আরবের মন্ত্রী পরিষদ।

একই অধিবেশনে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ২০১৬ সালের জন্য ৮৪০ বিলিয়ন রিয়ালের জাতীয় বাজেট ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ