ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

আকাশেই পাইলটের মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আকাশেই পাইলটের মৃত্যু

রিয়াদ: সৌদি আরবের অভ্যন্তরীণ একটি ফ্লাইট বিশা থেকে রিয়াদ আসার পথে উড়ন্ত অবস্থায় হার্ট অ্যাটাকে পাইলটের মৃত্যু হয়েছে।

গত সোমবার (২৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে সৌদি এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়েছে।



বিবৃতিতে আরও জানানো হয়, অভ্যন্তরীণ সৌদিয়ার এসভি১৭৩৪ নম্বর ফ্লাইটে ওয়ালেদ আল মোহাম্মদ পাইলটের দায়িত্ব পালন করছিলেন। ফ্লাইটটি রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

পরে ফ্লাইটের কো-পাইলট রুমী বেন গাজী দ্রুত ফ্লাইটের নিয়ন্ত্রণ নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণের ঘোষণা দেন। এবং ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা জানান।
 
ফ্লাইটটি জরুরি অবতরণের পর মেডিকেল টিম পাইলটকে মৃত ঘোষণা করেন। কো-পাইলটের দক্ষতার ফলে ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে হয়নি বলেও বিবৃতিতে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ