ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় প্রদর্শিত হলো দারুচিনি দ্বীপ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
জেদ্দায় প্রদর্শিত হলো দারুচিনি দ্বীপ

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় চলছে নবম এশিয়ান চলচ্চিত্র উৎসব।

শনিবার (০৫ মার্চ) সন্ধ্যায় জেদ্দায় ইন্দোনেশিয়ার কনসাল জেনারেলের বাসভবনের হলরুমে বাংলাদেশ নাইটে প্রদর্শিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দারুচিনি দ্বীপ’।



বাংলাদেশ কনস্যুলেটের কলসাল আফতাফ হোসাইনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম।

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এতে অভিনয় করেছেন- রিয়াজ, মম, মোশাররফ করিম, আবুল হায়াত প্রমুখ।

শ্রীলংকা, ফিলিপাইন, ভারত, চীন, থাইল্যান্ড, সিংঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মো. মোকাম্মেল হোসেন, কনসাল আজিজুর রহমান, ইংলিশ স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, আওয়ামী পরিষদের সভাপতি কাজী নওফেল, সাধারণ সম্পাদক সারজাতুল আলম দিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা ছবিটি উপভোগ করেন।

এ চলচ্চিত্র উৎসব শুরু হয় গত ২৫ ফেব্রুয়ারি। উৎসব শেষ হবে আগামী ১১ মার্চ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ