ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

উপসাগরীয় দেশগুলোর সম্মেলনে যোগ দিতে সৌদি আসছেন ওবামা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
উপসাগরীয় দেশগুলোর সম্মেলনে যোগ দিতে সৌদি আসছেন ওবামা বারাক ওবামা/ফাইল ফটো

রিয়াদ: সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের নেতাদের উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরব আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সম্মেলন বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে তার রিয়াদ পৌঁছার কথা রয়েছে।

এ সফরে ওবামার সঙ্গে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার।

এক বিবৃতিতে তিনি বলেছেন, এ সফরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীল তৎপরতা’ রুখতে সেখানে সামরিক ও নৌ অভিযান নিয়ে সৌদি নেতাদের সঙ্গে কথা বলবে।

সফরসূচি অনুযায়ী, ওবামা এ সফরের প্রথম দিনে বুধবার ৮০ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে এক ব্যক্তিগত সাক্ষাতে মিলিত হবেন।

মধ্যপ্রাচ্যের এ দেশটির সঙ্গে বন্ধুতার সম্পর্ক জোরদার করতেই তিনি এ সফরে রওয়ানা হয়েছেন। ওই একই উদ্দেশ্যে এর আগেও বেশ কয়েকবার সৌদি সফরে এসেছেন ওবামা

সৌদি আরব সফর শেষে যুক্তরাজ্য ও জার্মান সফরে যাবেন ওবামা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ