ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে ৭ মাসে ৯৯জনের শিরশ্ছেদ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
সৌদিতে ৭ মাসে ৯৯জনের শিরশ্ছেদ

রিয়াদ: চলতি বছরের প্রথম সাত মাসে সৌদি আরবে বিদেশিসহ ৯৯ জনের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সর্বশেষ বুধবার (২০ জুলাই) দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহরের কুনফুদা এলাকায় খুনের দায়ে অভিযুক্ত হাসান বিন মুবারক আল-আমির নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (১৯ জুলাই) পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে হেরোইন পাচারের ঘটনায় দোষী সাব্যস্ত পাকিস্তানি এক নাগরিকের শিরশ্ছেদ করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে গত এক মাসেরও বেশি সময় ধরে শিরশ্ছেদ স্থগিত রেখেছিলো সৌদি কর্তৃপক্ষ। রমজানের পর গত রোববার (১৭ জুলাই) থেকে ফের মৃত্যুদণ্ড কার্যকরে তৎপর হয়েছে দেশটি।

এ নিয়ে চলতি বছর দেশটিতে ৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর অন্তত ১৫৮ জনের শিরশ্ছেদ করেছিলো সৌদি সরকার। এই সংখ্যা ২০১৪ সালের চাইতে ৭৬ ভাগ বেশি।

মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে শীর্ষ দুটি দেশ হচ্ছে ইরান ও পাকিস্তান।

শরীয়া আইন অনুযায়ী হত্যা, মাদক পাচার, দস্যুবৃত্তি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ