ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

ট্রাম্পকে সৌদি বাদশার অভিনন্দন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ট্রাম্পকে সৌদি বাদশার অভিনন্দন ডোনাল্ট ট্রাম্প

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আল সৌদ।

রিয়াদ: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আল সৌদ।

বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় টেলিফোন আলাপে সৌদি বাদশা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএ আরও জানায়, নব নির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক ঐতিহাসিক রূপ নেবে বলে আশা প্রকাশ করেন সৌদি বাদশা। ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমেরিকার জনগণকেও শুভেচ্ছা জানান বাদশা সালমান। মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা আনতে এক সঙ্গে কাজ করার আহবানও জানান সালমান বিন আব্দুল আল সৌদ।

অভিনন্দন জানানোর জন্য সৌদি বাদশাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ডোনাল্ট ট্রাম্প দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকাশের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ