ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

ছবিতে হাছন রাজার স্মৃতিবিজড়িত বসতবাড়ি

আসিফ আজিজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
ছবিতে হাছন রাজার স্মৃতিবিজড়িত বসতবাড়ি ছবি: আসিফ আজিজ - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ থেকে: মরমি কবি ও বাউল সাধক দেওয়ান হাছন রাজা বসবাস করতেন এ ভিটায়। জমিদার পরিবারের সন্তান হাছন জীবনের এক পর্যায়ে গিয়ে অভ্যস্ত হন অতি সাধারণ জীবনে।

বসতবাড়িতেও ছিলো তার ছাপ। সেদিন আর নেই। তার উত্তরসূরিরা প্রয়োজন মনে করেনি সে সময়কে ধরে রাখতে। বড় বড় অট্টালিকার আড়ালে ঢাকা পড়া সে ভিটার কিছু ছবি পাঠকের জন্য।
 

হাছন রাজার আমলের গোলাঘর। সামনের আম গাছটির বহন করছে হাছনের স্মৃতি। গাছটির শরীরে পড়া ছ্যাতলা, ফার্ন কিংবা পরগাছাগুলোও জানান দিচ্ছে প্রাচীনতা। যদিও গাছটি দেখে খুব বড় মনে হয় না। হাছন রাজা মারা যান ১৯২২ সালে। তার ছেলের নাতি দেওয়ান গণিউল জানান এমনটা।
 

কাছারি ঘর। পাঁচিলটি অন্দরমহলকে কাছারি থেকে করেছে আলাদা। সংরক্ষণ দূরে থাক সেখানে রাখা হচ্ছে গৃহকর্মীদের।
 

সুনামগঞ্জ শহরের তেঘরিয়ায় অবস্থিত হাছন রাজা রাজার বাড়ির পুকুর ঘাট। নিজের ঘর থেকে খুব কাছে থাকা এ পুকুরের ঘাটই ব্যবহার করতেন তিনি। যদিও কয়েক দফা সংস্কার করা হয়েছে ঘাটটি।
 

কলকাতা থাকাকালীন তার ছেলের বানানো যে ঘরটি তিনি এসেই ভেঙে ফেলেছিলেন সে স্থানটি দেখাচ্ছেন তার ছেলের নাতি। ভাঙা ভিতটুকু ঢেকে আছে সবুজ ঘাসে।
 

রাস্তা থেকে হাছন রাজার বসতভিটার এ সুরম্য অট্টালিকাই দেখা যায়। যেটা দেখে দর্শনার্থীদের ভাবতে কষ্ট হয় বিলাসী জীবন ছাড়া হাছন রাজার বসতভিটা।
 

হাছন রাজার মৃত্যুর পরপরই নির্মিত টিনশেড ভবনের মাঝের অংশটুকু শুধু টিকে আছে। সিলিংয়ে কাঠের নকশাকাট।
 

১শ বছরের বেশি সময় ধরে কাঠের এ গুঁড়িগুলোই টিকিয়ে রেখেছে গোলাঘরটিকে।
 

হাছন রাজার বিভিন্ন স্মৃতি ও ব্যবহার্য জিনিস-পত্র দিয়ে ব্যক্তি উদ্যোগে তৈরি জাদুঘর। প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী তার অমরত্বের সাক্ষী।

পাখিপ্রিয় হাছন রাজা এভাবেই জাদঘরে অভ্যর্থনা জানাতে বসে আছেন!
 

বাড়ির পাশের সুরমা নদী ছিলো হাছন রাজার প্রিয় স্থান। নদীর পাড়ে বসে অঢেল সময় কাটিয়েছেন তিনি। তােই নদীর পাশের ঘেরা এ জায়গাটি রাখা হয়েছে জাদুঘরটি সরিয়ে নেওয়ার জন্য। কাজ শুরু হবে শিগগিরই।
 

**‘কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার’
** কাছাড়িয়া হাওরের পথে পথে-৩
** কাছাড়িয়া হাওরের পথে পথে-২
** হাওরের হাঁসে হাসি​
** কাছাড়িয়া হাওরের পথে পথে-১
** মায়ার বাঁধনে মায়া, সঙ্গী জেমস-মনা
** এবার আসছে গৌরাঙ্গের সাত লেয়ারের জুস
** সবুজের বুক চিরে চেনা নতুন শ্রীমঙ্গল
**নাগা মরিচের আরও ছবি
** সাদা-কালো নাগা মরিচে গিনেস রেকর্ডের ঝাল
** তবু থেকে যায় সাতরঙা চায়ের রহস্য
** রাতদুপুরে সবুজবোড়ার রাস্তা পারাপারের দুঃখ
** পর্যটকবান্ধব নয় সিলেট-শ্রীমঙ্গলের ট্রেন
** চুলা নেই পূর্বাঞ্চলের কোনো ট্রেনের ক্যান্টিনে


বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ