ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

পর্যটন নিয়ে বাংলানিউজের বিশেষজ্ঞ আলোচনা শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
পর্যটন নিয়ে বাংলানিউজের বিশেষজ্ঞ আলোচনা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টি হ্যাভেন রিসোর্ট (শ্রীমঙ্গল) থেকে: সিলেট বিভাগের পর্যটন নিয়ে বাংলানিউজের উদ্যোগে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বিশেষজ্ঞ আলোচনা শুরু হয়েছে।  

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার পর শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টে এ আলোচনা শুরু হয়।

এতে সিলেট বিভাগের পর্যটন সম্ভাবনা ও সমস্যা নিয়ে কথা বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেননের স্বাগত বক্তৃতায় শুরু হওয়া আলোচনায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাশেদুল হাসান, সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট’র প্রধান সমন্বয়কারী আবদুল হাই আল হাদী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, আফজাল হোসেন, ড. বদরুজ্জামান ভূইয়া, বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী তানিয়া খান।

আলোচনায় আরও অংশ নিয়েছেন পর্যটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন, সরীসৃপ গবেষক শাহরীয়ার সিজার রহমান, ট্রাভেলার রিয়াসাদ সানভী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. ইউসুফ আলী, মানিক চাঁদ রুদ্র পাল ও সৈয়দ রিফাত জামান রিজবীসহ অন্যরা।

দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের উদ্যোগে এ অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে শ্রীমঙ্গল ইন, টি হ্যাভেন রিসোর্ট, ইস্পাহানি এবং সিলেটের নির্ভানা ইন।


বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্ট‍া, জুলাই ২২, ২০১৬
এমএ/টিআই/এইচএ/

** পর্যটন নিয়ে শুরু হচ্ছে বিশেষজ্ঞ আলোচনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ