ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

ট্যুরিজম বোর্ডের সমন্বয়ের অভাব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ট্যুরিজম বোর্ডের সমন্বয়ের অভাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টি হ্যাভেন রিসোর্ট (শ্রীমঙ্গল) থেকে: দেশে ট্যুরিজমের বিকাশে কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান।

কমিউনিটি বেসড ট্যুরিজমকে দাঁড় করাতে না পারলে ট্যুরিজম সাসটেইনেবল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যুরিজম বিশেষজ্ঞ ও ট্যুরিজম সংশ্লিষ্টদের সঙ্গে ট্যুরিজম বোর্ডের সমন্বয়ের অভাব আছে উল্লেখ করে তিনি বলেন, ট্যুরিজম হচ্ছে সমাজের সর্বস্তরের সম্মিলিত প্রচেষ্টা, এতে সবাইকে অংশ নিতে হবে।

শুক্রবার (২২ জুলাই) সকালে শ্রীমঙ্গলের টি- হ্যাভেন রিসোর্টে বাংলানিউজ আয়োজিত ‘বছরজুড়ে দেশ ঘুরে: সিলেটে পর্যটন’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন অধ্যাপক রাশেদুল হাসান।

সিলেট অঞ্চলের ট্যুরিজম প্রসঙ্গে তিনি বলেন, ট্যুরিজম বিকাশে সিলেটের অপার সম্ভাবনা রয়েছে। কোন কোন স্পটে প্রায়োরিটি দিতে হবে, কোন স্পটকে প্রমোট করতে হবে তা সুনির্দিষ্ট করতে হবে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমআই//এমজেএফ/এসএনএস/এসএম/এমএ/এসএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ