ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

পর্যটকরা আমাদের কাছে ভগবানের মতো

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
পর্যটকরা আমাদের কাছে ভগবানের মতো ছবি: দেলোয়ার হোসেন বাদল

বান্দরবান থেকে: পর্যটকরা আমাদের কাছে ভগবানের মতো। যখন কোন পর্যটক আমাদের জেলায় আসেন, তাদের সেভাবেই আপ্যায়ন করতে হবে।

এরজন্য সকল স্টেক হোল্ডারদের অ্যাওয়ারনেস বৃদ্ধির কাজ করে যাচ্ছি বলে জানান বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

পার্বত্য জেলা বান্দরবানকে পর্যটন নগরীতে রূপান্তর করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বান্দরবান জেলা পরিষদ।


 
ধীরে ধীরে বান্দরবান জেলা বড় পর্যটন নগরী হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করবে প্রত্যাশা করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
 
বুধবার (১৯ অক্টোবর) বান্দরবান জেলা পরিষদে নিজ কার্যালয়ে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন চেয়ারম্যান।


 
পর্যটনবান্ধব চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, আমাদের বান্দরবানে ইকো ট্যুরিজমের বহু সম্ভাবনা রয়েছে। একটু পরিকল্পনা করে কাজ করলে বান্দরবান হবে সবচাইতে আকর্ষনীয় পর্যটন নগরী। সরকারি বেসরকারি উদ্যোগে কতগুলো পাহাড়ে ক্যাবল কার এর ব্যবস্থা করা যায়।
 
তিনি বলেন, বান্দরবানে আগত পর্যটকের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেবিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে অটো চালক, চান্দের গাড়ির ড্রাইভার, হোটেল মালিক ও ম্যানেজারদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করা হয়েছে।
 
চেয়ারম্যান আরও বলেন, তাদের বোঝানো হয়েছে পর্যটকরা হচ্ছেন আমাদের কাছে ভগবানতুল্য। পর্যটক আসলে আমাদের আয় বাড়বে। তাই তাদের সঙ্গে সর্বদা বিনয়ী ব্যবহার করতে হবে। কোন অবস্থাতেই অপরিচিত বলে গলাকাটা দাম বা ভাড়া রাখা যাবে না। এটা করলে বান্দরবানে কেউ আসতে চাইবে না। এব্যাপারে তাদেরকে সচেতন করা হয়েছে।  
 
চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, সরকারিভাবে এখনও বান্দরবানকে পর্যটন নগরী ঘোষণা করা হয়নি। তারপরেও পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে সারা বিশ্বে পরিচিত করতে সমন্বিত প্রচেষ্টায় কাজ চলছে।
 
বান্দরবানকে পর্যটনবান্ধব করতে নীতিমালা করার প্রয়োজনিয়তা তুলে ধরে চেয়ারম্যান বলেন, পর্যটন নগরী হিসেবে পার্বত্য জেলাসমূহের জন্য একটি  নীতিমালা থাকা দরকার। পর্যটকগণ কোন পর্যন্ত যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, কতটুকু এলাকায় নিরাপত্তা দেওয়া যাবে এবিষয়ে নীতিমালা দরকার।
 
একইভাবে পর্যটকদের চলাফেরার ক্ষেত্রে আইনী জটিলতা দূর করতে হবে। পয়েন্টে পয়েন্টে ট্যুরিস্ট গাড়ি আটকে দিলে দেশি-বিদেশী পর্যটকরা আসতে চাইবে না। তাই এসব ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনা দরকার।

আরও পড়ুন-

** রবীন্দ্রনাথ-নজরুল, সুকান্ত-লালনকে দেখা যাবে প্রান্তিক লেকে
** তিন শিরা থে‌কে তিন টিলা
** অব্যবস্থাপনায় জৌলুশ হারাচ্ছে শুভলং ঝর্ণা
** সৌন্দর্য্যের লীলাভূ‌মি সাজেক যাবেন যেভাবে 
** এক পাহা‌ড়ে জীবন যা‌দের
** শুভলং ঝরনার পথে যেতে যেতে নৈসর্গিক সৌন্দর্যের অনুভূতি

 
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এসএম/এমআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ