ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিশ্ব ইজতেমা

ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জানুয়ারি ১২, ২০১৮
ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু তুরাগ মাঠের ইজতেমায় মুসল্লিদের জমায়েত/ছবি: বাংলানিউজ

গাজীপুর: তাবলিগ জামাতের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে মালয়েশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম নূরহান বিন আব্দুর রহমান (৫৫)। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। 

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক রেজাউল হক বাংলানিউজকে জানান, মালয়েশিয়ার নাগরিক নূরহান বিন আব্দুর রহমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে তুরাগ মাঠেই অবস্থান করছিলেন। শুক্রবার রাতে নামাজের জন্য ওজু করেন।

সেখানে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসুল্লির মৃত্যু হয়। তার বাড়ি মাগুরার শালিখা থানার খরিশপুর এলাকায়।  

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।