ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

ভারতের শ্রীনগরে এশিয়ার বৃহত্তম ইফতার মাহফিল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
ভারতের শ্রীনগরে এশিয়ার বৃহত্তম ইফতার মাহফিল

চলতি রমজানের শুরুর দিকে মিসরের আলেকজান্দ্রিয়ায় কিছু যুবত বৃহত্তম ইফতার মাহফিলের আয়োজন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলে। তারা সাত হাজার লোককে একসঙ্গে ইফতার করিয়েছিল।

চলতি রমজানের শেষ দিকে ভারত অধিকৃত কাশ্মিরের শ্রীনগরের মনোরম ডাল লেকের তীরে এশিয়ার বৃহত্তম ইফতার মাহফিলের আয়োজন করে তারাও একটি রেকর্ড গড়ল।

শ্রীনগরের ইফতারে একসঙ্গে সাড়ে তিন হাজারের বেশি লোক অংশ নেয়। তবে চেয়ার-টেবিলে নয়, বরং মাটিতে ‘দস্তরখানা’য় বসে তারা ইফতার করেন। ইফতার হিসেবে দেয়া হয় বিরিয়ানি, জুস, খেজুর ও ফল। আর এসব কিছুই বিনামূল্যে দেয়া হয়।

ইফতারে অংশ নেয়া এক ছাত্রী নাদিরা বলেন, ‘আমি মনে করি, এ ধরনের রেকর্ড সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা একটা দারুণ আইডিয়া। কাশ্মিরি হিসেবে এই রেকর্ডের খুব বেশি গুরুত্ব রয়েছে। ইফতার পার্টিতে এতিমদের খাবার দেয়া আরো ভালো কাজ।

‘লাউড বিটল’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই গণ ইফতারের আয়োজন করে। তবে তারা এতে কাশ্মিরের বিভিন্ন নাগরিক সমাজ, ব্যবসায়ী ও ইচ্ছুকদের কাছ থেকে সহায়তা গ্রহণ করেছে।

এর আগে এশিয়ায় সবচেয়ে বৃহত্তম ইফতার মাহফিল আয়োজনের রেকর্ডটি ছিল শারজার দখলে। সেখানে ১.৩ কিলোমিটার লম্বা এলাকায় পার্টির আয়োজন করা হয়েছিল। আর শ্রীনগরের পার্টির আয়তন হয় ১.৩ কিলোমিটার।

এই ইফতার মাহফিলের অন্যতম আয়োজক আহমদ খান বলেন, এশিয়ার বৃহত্তম ইফতার মাহফিল ছাড়াও এর মাধ্যমে ধর্ম হিসেবে ইসলামের মানবিকতা ও ঐক্যের বিষয়টি স্থান পেয়েছে।

শতাব্দীকাল থেকেই এভাবে না হোক কাশ্মিরে রমজান মাসে গরিবদের জন্য ইফতারের বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে। ওই সব আয়োজনে লোক দলে দলে ইফতারে অংশগ্রহণ করে। ইফতারের মাধ্যমেই তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘন্টা, জুলাই ১৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।