গ্রামের অধিবাসীদের অধিকাংশই মুসলিম হলেও সেখানে বসবাস রয়েছে কিছু খ্রিস্টান পরিবারের। এই পরিবারগুলোর অন্যতম এক সদস্য মিখায়েল আইউব।
দীর্ঘ ১১ মাস স্বাভাবিক জীবনযাপন করলেও রমজান মাসে তার রুটিনে আসে পরিবর্তন। রাত ১টা বাজলেই আর বিছানায় থাকেন না তিনি। মুসলিম রোজাদারদের জাগানোর জন্য তিনি একটি দফ (একদিকে চামড়া লাগানো ড্রাম বিশেষ) নিয়ে নেমে পড়েন রাস্তায়। রাত ৪টা পর্যন্ত দফ বাজিয়ে বাজিয়ে রোজাদারদের জাগিয়ে তোলেন।
এক বা দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছর ধরে তিনি এ কাজ করে চলেছেন।
মিখায়েল আইউব জানালেন, ‘মেসাহারাতি’ স্বেচ্ছাসেবী হিসেবে এ কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তিনি শৈশবের কথা মনে করে বলেন, ছোটকালে অনেক মেসাহারাতি শান্তিপূর্ণভাবে মুসলিমদের সাহরির জন্য জাগিয়ে তুলতো। এখন আস্তে আস্তে সে দৃশ্য হারিয়ে যাচ্ছে। এ কারণে তিনি প্রতিবেশী মুসলিমদের সাহরির জন্য জাগিয়ে তোলার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন।
তিনি মানুষকে জাগিয়ে তোলার পর তারা সাহরি গ্রহণ করে এবং কেউ কেউ তাকেও সাহরিতে আমন্ত্রণ জানান।
আইউব আরও জানান, আমার গোত্রের অনেকেই রাতে আমার সঙ্গী হয়।
-আল আরাবিয়া ডটনেট অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এমএইউ/