সংযুক্ত আরব আমিরাতের মসজিদে ঈদের জামায়াতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনার প্রতিরোধে ১৫ মিনিটের মধ্যে ঈদ জামাত সমাপ্তসহ রয়েছে বেশ কিছু বিধিনিষেধ।
সোমবার (১০ মে) একটি ঘোষণায় জানানো হয়েছে, মসজিদ খোলা থেকে শুরু করে মাত্র জামাত ও খুতবা ১৫ মিনিটের মধ্যেই সমাপ্ত করতে হবে। এছাড়া পূর্বের নিয়ম অনুযায়ী নিজ নিজ মুসল্লা সঙ্গে নিতে হবে। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। নামাজ শেষে আলিঙ্গন করা অথবা একাট্টা হয়ে দাঁড়ানো থেকে এসব স্বেচ্ছাসেবকরা বিরত রাখার দায়িত্বে থাকবেন।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ১১, ২০২১
কেএআর