মানিকগঞ্জ: চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা আটজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে তিনজনের পদ রয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলার যুগ্ম সম্পাদক পাঞ্জনখাড়া এলাকার মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), অর্থ বিষয়ক সম্পাদক চান্দইর এলাকার আল-আমিন তমাল (২২), গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড় ষাট্টা এলাকার বাবুল হোসেন (৬০), কর্মী দক্ষিণ উথলী এলাকার মীর মারুফ (২১), আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের রাজনীতিতে সক্রিয় পাঞ্জনখাড়ার খান মো. রাফি সৃজন (১৮), দক্ষিণ উথলীর মো. মীর আমিনুর (২৬), শিবালয়ের অন্বয়পুর এলাকার মো. মোশারফ হোসেন (৪৮) এবং পূর্ব দাশড়া এলাকার সঞ্জীব ঘোষ (৪০)।
ওসি আমান উল্লাহ বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ধারাবাহিক অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, আমাদের ধারণা, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া মানবেন্দ্র ঘোষ ও তার পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার জন্য একটি মোটিফ তৈরি করছিলেন মানবেন্দ্র ঘোষ। সেই মোটিফ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ১৬ এপ্রিল রাতে তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআই