ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রেবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)।

আহত একই গ্রামের সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে পাবনাগামী মাইক্রোবাসটি নবগ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশের ঢালুতে উল্টে যায়। আর মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান।  

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে তার আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।